By এর ব্যবহার

১। কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার আগে by বসে। যেমনঃ By hard labour.

২। পাশে বুঝাতে by বসে। যেমনঃ He sat by me.

৩। মাধ্যম বুঝাতে by বসে। যেমনঃ Nipu achieved success by determination.

৪। পথ অর্থে বুঝাতে by বসে। যেমনঃ I shall travel by road.

৫। শপথ নেয়া বুঝাতে by বসে। যেমনঃ I swear by almighty Allah.

৬। Passive Form-এ by বসে। যেমনঃ The work was done by me.

৭। পরিমাপ বুঝাতে by বসে। যেমনঃ The room is 12 feet by 10 feet.

৮। সময়(সুনির্দিষ্ট) বুঝাতে by বসে। যেমনঃ He will come back by 5 pm.

৯। হার বুঝাতে by বসে। যেমনঃ They are improving day by day.

১০। কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে। যেমনঃ He is an American by birth.

১১। যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে। যেমনঃ We went to Khulna by bus.

নিম্নের শব্দ গুলোর পর by বসে।

accompanied, affected, judge.