১। নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে off ব্যবহূত হয়।
যেমন:
(a) I called him but he ran off.
(b) Summer is not far off now.
২। কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে off ব্যবহূত হয়।
যেমন:
(a) Take your shoes off.
(b) He has had his beard shaved off.
৩। বন্ধ কিংবা বাতিল বোঝাতে off ব্যবহূত হয়।
যেমন:
(a) The ceremony is off.
(b) The switch of the fan has been made off.
৪। কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে off ব্যবহূত হয়।
যেমন:
(a) She is off today.
(b) I have got three days off next week.