Exclamatory sentence- বিস্ময়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ ইত্যাদি বুঝাতে Exclamatory sentence ব্যবহৃত হয়। এতে Verb, subject এর পরে বসে। অনেক সময় Verb উহ্যও থাকে।
কিছু Exclamatory Sentence
- কি আক্ষেপের বিষয়! What a pity! (হোয়াট এ পিটি)
- তোমায় ধিক! Shame on you.(শেম অন ইউ)
- কিরুপ নিপুণতার সহিত সে ব্যাপারটির সমাধান করল! How skillfully he managed the matter.(হাউ স্কিলফুলি হি ম্যানেজড দা ম্যাটার)
- ছি! তুমি একজন মিথ্যাবাদী। ঋরব! Fie! You are a liar. (ফাই! ইউ আর আ লায়ার)
- চুপ কেউ আসছে। Hush! Somebody is coming. (হাশ! সামবাডি ইজ কামিং)
- হায়! ভিক্ষুকটি মারা গেছে। Alas! The begger is dead. (আলাস! দা বেগার ইজ ডেড)
- ছবিটি কি সুন্দর! What a beautiful picture. (হোয়াট আ বিউটিফুল পিকচার!)
- আমরা জয়ী হয়েছি! We won. (উই ওন!)
- সংবাদটা অত্যন্ত দুঃখের! The news is very sad. (দা নিউজ ইজ ভেরি স্যাড)
- হায়! পাত্রটি ভেঙ্গে গিয়েছে। Alas! The vessel is broken. (আলাস! দা ভেসেল ইজ ব্রোকেন)