১.বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে?
উত্তর: প্রেসিডেন্ট।
২.বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।
৩.বাংলাদেশ বিমানবাহিনীর মূল ঘাঁটি কয়টি ও কোথায়
অবস্থিত?
উত্তর : মূল ঘাঁটি তিনটি। ঢাকায় বিএএফ বাশার, যশোরে বিএএফ মতিউর রহমান এবং চট্টগ্রামে বিএফ জহুরুল হক।
৪.বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদ কী?
উত্তর: মার্শাল অব দি এয়ার ফোর্স।
৫.বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় কবে?
উত্তর: ২৮ সেপ্টেম্বর ১৯৭১ সালে।
৬.বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত?
উত্তর: যশোরে।
৭.বিএএফ শাহীন কলেজ কতটি?
উত্তর: ৫টি।
৮.বাংলাদেশ বিমানবাহিনীর ত্রৈমাসিক পত্রিকার নাম কী?
উত্তর: ঈগল (EAGLE) ১৯৮৮ সাল থেকে প্রকাশিত।
৯.বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১০ জুন ১৯৭৭।
১০.বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : জাতীয় প্যারেড স্কোয়ার, আগারগাঁও, ঢাকা (নবনির্মিত ভবন উদ্বোধন- ২৮ সেপ্টেম্বর ২০১৪)।
১১.বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবি কী?
উত্তর: এয়ার চীফ মার্শাল।
১২.বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম এয়ার চীফ মার্শাল কে?
উত্তর : আবু
এসরার।চা১.
১৩.বাংলাদেশের কোন বীরশ্রেষ্ঠ বিমান দুর্ঘটনায় শহিদ হন?
উত্তর: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
১৪.বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোন বিমানটি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসছিলেন?
উত্তর: টি-৩৩।
১৫.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উত্তর: পাকিস্তানের করাচির মাশরুর বিমান ঘাটিতে।
১৬.বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান ‘মিগ-২৯’ সংযোজিত হয় কবে?
উত্তর: ২৩ মার্চ, ২০০০।
১৭.বাংলাদেশ ‘মিগ-২৯’ যুদ্ধ বিমান ক্রয় করে কোন দেশ থেকে?
উত্তর: রাশিয়া।
১৮.বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা।
১৯.বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কোথায় অবস্থিত?
উত্তর: পতেঙ্গা, চট্টগ্রাম।
২০.বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, পাহাড় কাঞ্চনপুর কোথায় অবস্থিত?
উত্তর: টাঙ্গাইল।
২১.বাংলাদেশ বিমান বাহিনী র্যাডার ইউনিট সিলেটের কোথায় অবস্থিত?
উত্তর: মৌলভীরাজার।
২২.বাংলাদেশ বিমান বাহিনী র্যাডার ইউনিট রাজশাহী বিভাগের
কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
২৩.বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট
চট্টগ্রাম বিভাগের কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার
২৪.বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট রংপুর বিভাগের কোথায় অবস্থিত?
উত্তর: লালমনিরহাটে।
২৫.শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর কোন ইউনিটটি অবস্থিত?
উত্তর: বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট।
২৬.বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটের ঠিকানা কী?
উত্তর: www.baf.mil.bd/recruitment.