Skip to content
বিজিবি প্রশ্ন
১. বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম কী ?
উত্তর:- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২.বর্ডার গার্ড বাংলাদেশ এর পুরাতন নাম কি ছিল ?
উত্তর:- বাংলাদেশ রাইফেলস (BDR).
৩.বাংলাদেশ রাইফেলস (BDR) এর পূর্বনাম কি ?
উত্তর:-রামগড লোকাল ব্যাটালিয়ন.
৪. বিজিবির প্রথম নাম কি ছিল ?
উত্তর:- রামগড় লোকাল ব্যাটালিয়ন
৫. বাংলাদেশ রাইফেলস (BDR)এর পরববর্তিত নাম কি?
উত্তর:- বডার গার্ড বাংলাদেশ (BGB).
৬. বডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর:- ২৩ জানুয়ারী ২০১১.
৭. বডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে?
উত্তর:- ২০ ডিসেম্বর ।
৮. বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে ?
উত্তর:- ৩ মার্চ ১৯৭২ সালে
৯. বিজিবির নাম এ পর্যন্ত পরিবর্তন করা হয়েছ ?
উত্তর:- ৭ বার
১০. বিজিবির সদর দপ্তর কোথয় অবস্থিত ?
উত্তর:- এপিলখানা, ঢাকা ।
১১. বিজিবির স্লোগান কি ?
উত্তর:- এসীমান্তের অতন্দ্র প্রহরী
১২. বিজিবির প্রতীক কি ?
উত্তর:- বিশেষ বেজমেন্টে আবদ্ধ ক্রস রাইফেলের ওপর শাপলা
১৩. বিজিবির সেক্টর কয়টি ?
উত্তর:- ১৩ টি
১৪. বিজিবির ব্যাটালিয়ন কয়টি ?
উত্তর:- ৪৭ টি
১৫. বিজিবির প্রথম মহাপরিচালক কে ?
উত্তর:- মেজর জেনারেল (অব:)সি আর দত্ত
১৬. বিজিবিকে জাতীয় পতাকা প্রদান করা হয় ?
উত্তর:- ৩ মার্চ ১৯৮০ সালে
১৭. স্বাধীনতা যুদ্ধে বিজিবি’র সদস্য শহীদ হন ?
উত্তর:- ৮১৯জন
১৮. মুক্তিযুদ্ধে বিজিবি’র কতজন সদস্য বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয় ?
উত্তর:- ২ জন,ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ,ল্যান্সনায়েক মুন্সি আবদুর রউফ ।
১৯. মুক্তিযোদ্ধে অবদানের জন্য বিজিবি’র খেতাব প্রাপ্ত সদস্য সংখ্যা ?
উত্তর:- ১৪১ জন
২০. মুক্তিযোদ্ধে অবদানের জন্য বিজিবি স্বাধীনতা পুরস্কার পায় ?
উত্তর:- ২০০৮ সালে
২১. পাকিস্থান আমলে বাংলাদেশ রাইফেলস এর নাম কি ছিল ?
ইপিআর (পূর্ব পাকিস্থান রাইফেলস )।
২২. পিলখানা বিদ্রাহ কবে সংগঠিত হয় ?
উত্তর:- ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
২৩. বিদ্রাহী বিডিআর জওয়ানরা আত্মসমর্পণ করে ?
উত্তর:-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
২৪. অপারেশন বেরেল হান্ট কি ?
উত্তর:- বিডিআর বিদ্রাহের সঙ্গে জডিত ব্যক্তিদের ধরার জন্য অভিযান।