সেনাবাহিনী ভাইভা পরীক্ষা

প্রার্থী : আসসালামু আলাইকুম

সভাপতি: ওয়ালাইকুমুস – – সালাম, বসুন।

১.আপনার নাম আকরাম খান?

উত্তর: জি, স্যার।

২.আপনার নামের কী কোন বিশিষ্ট ব্যক্তি আছেন?

উত্তর: জি, মাওলানা আকরাম খাঁ। উনি একজন রিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদ ছিলেন।

৩.এসএসসিতে আপনার কোন গ্রুপ ছিল?

উত্তর: মানবিক গ্রুপ।

৪.আপনিতো ২০১৯ সালে এসএসসি পাস করেছেন। কোথায় ভর্তি হয়েছেন।

উত্তর: জি জনাব। ঢাকা কলেজ।

৫.পড়ালেখা ছেড়ে আপনি সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন?

উত্তর: আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে। তাই আমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী। তাছাড়া দেশের সেনাবাহিনীতে যোগদান করে দেশসেবা করার যথেষ্ট সুযোগ থাকায় আমি সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক।

৬.বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে?

উত্তর: ২৫ মার্চ ২০০৭ সালে।

৭.কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয়?

উত্তর: ১৭৯৩ সালে।

৮.শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?

উত্তর: ১৪ই ডিসেম্বর।

৯.বাংলাদেশের জাতীয় প্রতীক কী?

উত্তর: উভয়পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।

১০.মুজিববর্ষের সময়কাল কত?

উত্তর: ১৭ মার্চ ২০২০ – ৩১ মার্চ ২০২২।

১১.বাংলাদেশের নতুন চারটি বীরত্ব খেতাব (বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয়) কবে ঘোষণা করা হয়?

উত্তর: ২৮ নভেম্বর ২০১১।

১২.বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কী?

উত্তর: ওয়াকার-উজ-জামান (২৩ জুন ২০২৪)।

১৩.স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়কাল কত?

উত্তর: মার্চ ২০২১ – মার্চ ২০২২।

১৪.বাংলাদেশ সেনাবাহিনীর (১২ ফেব্রুয়ারি ২০১৩) প্রথম নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) কে?

উত্তর: ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস

১৫.বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উত্তর: শ্রীমাভো বন্দরনায়েক, শ্রীলঙ্কা।

১৬.২৩ মার্চ ২০১৪ কোন বাহিনীর নিজস্ব র‍্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়?

উত্তর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৭.সেনাবাহিনীর প্রথম দুই নারী বৈমানিকের নাম কী?

উত্তর: মেজর নাজিয়া নুসরাত হোসেন ও মেজর শাহরীনা বিনতে আনোয়ার (২৬ এপ্রিল ২০১৬)।

১৮.অষ্টম টি-২০ পুরুষ বিশ্বকাপ ২০২২ কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৬অক্টোবর – ১৩ নভেম্বর ২০২২।

১৯.বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এর ক্যাম্পাস কোথায় অবস্থিত?

উত্তর: মিরপুর সেনানিবাস।

২০.২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভকারী ব্যক্তির নাম কী?

উত্তর: নার্গিস মোহাম্মদি।