Skip to content
বাংলাদেশের ভূ-প্রকৃতি, জলবায়ু ও পরিবেশ
প্রশ্ন : বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কীরূপ?
উত্তর : ২০০৩৪ থেকে ২৬°৩৮।
প্রশ্ন : বাংলাদেশের মোট আয়তন কত বর্গকিলোমিটার?
উত্তর : ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
প্রশ্ন : ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
উত্তর : ৩টি অঞ্চলে।
প্রশ্ন: প্রাকৃতিকর রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে করা যায়?
উত্তর : ৫ ভাগে।
প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান।
প্রশ্ন : ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
প্রশ্ন: রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কী গঠিত?
উত্তর: বরেন্দ্রভূমি।
প্রশ্ন: বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
প্রশ্ন : বরেন্দ্রভূমি কী?
উত্তর: প্লাইস্টোসিনকালের সোপান।
প্রশ্ন : সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার?
উত্তর: ৩৭.৫০ মিটার।
প্রশ্ন : ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কী বলে?
উত্তর: মধুপুরের গড়।
প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে কোন যুগে?
উত্তর: টারশিয়ারি যুগে।
প্রশ্ন : বাংলাদেশে কোন ভূমিরূপটি পাওয়া যায় না?
উত্তর: মালভূমি।
প্রশ্ন : ঘূণিঝড় ‘আম্পান’ বাংলাদেশে কবে আঘাত হানে?
উত্তর: ২০ মে ২০২০ সালে।
প্রশ্ন : ‘ভবদহ বিল’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: যশোর জেলায়।
প্রশ্ন : ‘হিমছড়ি’ কোন শহরের উপকণ্ঠে অবস্থিত?
উত্তর: কক্সবাজার।
প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়?
উত্তর: সমুদ্র উপকূলবর্তী এলাকায়।
প্রশ্ন : সিলেটের পাহাড়গুলো কোন আমলে সৃষ্ট?
উত্তর: টারশিয়ারি যুগে।
প্রশ্ন : বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?
উত্তর: পাহাড়ি ভূমি।
প্রশ্ন : বাংলাদেশ কোন অক্ষাংশের উপর অবস্থিত?
উত্তর: ট্রপিক অব ক্যানসার।
প্রশ্ন : গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
উত্তর: ৬ ঘণ্টা।
প্রশ্ন : কর্কটক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে?
উত্তর: রাঙামাটি।
প্রশ্ন : মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তর: দক্ষিণ-পূর্ব।
প্রশ্ন : ট্রপিক অব ক্যানসার কী?
উত্তর: ২৩.৫° উত্তর অক্ষাংশ
প্রশ্ন : আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে বড়ো বিভাগ কোনটি?
উত্তর: চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোন অঞ্চল?
উত্তর: পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম।
প্রশ্ন : বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ মামলার রায় আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালত ঘোষণা করে কবে?
উত্তর: ৭ জুলাই ২০১৪ সালে।
প্রশ্ন : বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দেয় কবে?
উত্তর: ১৪ মার্চ ২০১২ সালে।
প্রশ্ন : সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ কত বর্গকিলোমিটার জলসীমা লাভ করে?
উত্তর: ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার।
প্রশ্ন : বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ৭১৬ কিলোমিটার (সূত্র: মাধ্যমিক ভূগোল)।
প্রশ্ন : ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর: ৩৭১৫ কিলোমিটার (সূত্র: মাধ্যমিক ভূগোল।।
প্রশ্ন : মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ২৮০ কিলোমিটার [সূত্র: মাধ্যমিক ভূগোল)।
প্রশ্ন : বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?
উত্তর: ৫৬,৯৭৭ বর্গমাইল।
প্রশ্ন : উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল।
প্রশ্ন : বাংলাদেশের জল সীমা কত কিলোমিটার?
উত্তর: ৭১১ কিলোমিটার।
প্রশ্ন : বাংলাদেশের স্থল সীমা কত কিলোমিটার?
উত্তর: ৪,৪২৭ কিলোমিটার।
প্রশ্ন : আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর: নারায়ণগঞ্জ।
প্রশ্ন : বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উত্তর: ২টি।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড়ো জেলা কোনটি?
উত্তর: রাঙামাটি।
প্রশ্ন : বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই?
উত্তর: বান্দরবান।
প্রশ্ন : ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
উত্তর: ১৬.৫ কিলোমিটার।
প্রশ্ন : বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?
উত্তর: রাঙামাটি।
প্রশ্ন : বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
উত্তর: ফেনী।
প্রশ্ন : সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
উত্তর: মেঘালয়।
প্রশ্ন : বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
উত্তর: ৫টি।
প্রশ্ন : কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কী?
উত্তর: ভারত ও মিয়ানমার।
প্রশ্ন: ‘SPARRSO’ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার আগারগাঁওয়ে।
প্রশ্ন: ‘SPARRSO’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮০ সালে।
প্রশ্ন : ‘SPARRSO’ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রশ্ন: গ্রিনহাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে।
প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রশ্ন : বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় কেন?
উত্তর: উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে।
প্রশ্ন : ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি?
উত্তর: সিসা।
প্রশ্ন: পরিবেশ রক্ষার কাজ করে কোন সংস্থা?
উত্তর: বাপা।
প্রশ্ন: ‘সিডর’ কোন ভাষার শব্দ?
উত্তর: সিংহলি।
প্রশ্ন: ‘সিডর’ (SIDR) শব্দের অর্থ কী?
উত্তর: চোখ।
প্রশ্ন : কোন কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়?
উত্তর: বৈশাখ-জ্যৈষ্ঠ।
প্রশ্ন : সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
উত্তর: মেঘালয়।
প্রশ্ন : বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
উত্তর: ৫টি।
প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কত সালে হয়েছিল?
উত্তর: ১১৭৬ বঙ্গাব্দে।