বাংলাদেশের ইতিহাস

প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ।
প্রশ্ন: সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ধর্মপাল।
প্রশ্ন : ‘ভাওয়াইয়া’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তর : রংপুর।
প্রশ্ন: প্রাচীন ‘পুণ্ড্রনগর’ কোথায় অবস্থিত?
উত্তর : মহাস্থানগড়।
প্রশ্ন : ঢাকার ‘বড় কাটরা’ ও ‘ছোট কাটরা’ ঢাকা শহরের কোন এলাকায় অবস্থিত?
উত্তর: চকবাজার।
প্রশ্ন : বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানে।
প্রশ্ন: বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
উত্তর: পুড্র।
প্রশ্ন : ‘উত্তরা গণভবন’ কোথায় অবস্থিত?
উত্তর: নাটোর।
প্রশ্ন: লালবাগ কেল্লার আদি নাম কী?
উত্তর: আওরঙ্গবাদ দুর্গ।
প্রশ্ন: ‘বলধা গার্ডেন’ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকায়।
প্রশ্ন : ‘ভারতেশ্বরী হোমস’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আর পি সাহা।
প্রশ্ন : বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের?
উত্তর: সিলেট।
প্রশ্ন : ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কী?
উত্তর : ঝুমুর।
প্রশ্ন : সংস্কৃতি বলতে কী বুঝায়?
উত্তর: প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি।
প্রশ্ন : লালনশাহের আখড়া কোথায় অবস্থিত?
উত্তর : কুষ্টিয়া।
প্রশ্ন : বাউল গানের বিশেষত্ব কী?
উত্তর : আধ্যাত্ম বিষয়ক।
প্রশ্ন : ঢাকা শহরের কোন এলাকায় বেনারশি শাড়ি তৈরি হয়?
উত্তর : মিরপুর।
প্রশ্ন : বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
উত্তর : অস্ট্রিক।
প্রশ্ন : ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কোনটি?
উত্তর: গীতিকা।
প্রশ্ন : ‘জাতীয় নাট্যশালা’ ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর : শিল্পকলা একাডেমিতে।
প্রশ্ন : শেকড় সন্ধানী নাট্যকার হিসেবে খ্যাত কে?
উত্তর : সেলিম আল দীন।
প্রশ্ন : ‘কবর’ নাটকের প্রথম মঞ্চায়ন কোথায় ঘটে?
উত্তর: জেলখানায়।
প্রশ্ন : ‘শীলাদেবীর ঘাট’ কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
‘ময়নামতি’র পূর্বনাম কী?
উত্তর : রোহিতগিরি।
প্রশ্ন : বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কী?
উত্তর: করতোয়া
প্রশ্ন: ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন আঞ্চলিক লোকসংগীত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন : ‘কেউ মালা, কেউ তসবি গলায় তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙ্ক্তিটি কার লেখা?
উত্তর: লালন শাহ।
প্রশ্ন : ‘ভাওয়াইয়া’ গানের সাথে বিজড়িত নাম কোনটি?
উত্তর: আব্বাসউদ্দীন।
প্রশ্ন: ‘কোরাস’ কী?
উত্তর: সমবেত সংগীত।
প্রশ্ন : ‘ভাটিয়ালি’ কোন অঞ্চলের গান?
উত্তর: উত্তরবঙ্গের।
প্রশ্ন : ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’- গানটি কোন সময়ের সৃষ্টি?
উত্তর : মুক্তিযুদ্ধকালীন।