Imperative sentence (অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য)

যে sentence দ্বারা কোন আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে Imperative Sentence বলে।

Imperative sentence এ Second person উহ্য থাকে।

কিছু Imperative Sentence

  • কথা বলার দক্ষতা কে উন্নত করার চেষ্টা কর Try to improve your speaking skills. (ট্রাই টু ইমপ্র“ভ ইওর স্পিকিং স্কিলস)
  • মরিচ গুলো রোদে দাও। Put the chillies in the sun. (পুট দা চিলিজ ইন দা সান)
  • ছবি টি রং কর। Paint the picture.(পেইন্ট দা পিকচার)
  • আমার মাথা হালকা করে টিপে দাও। Massage my head gently.(ম্যাসেজ মাই হেড জেন্টলি)
  • তাকে দেখামাত্র সংবাদটি দিবে। As soon as you see him, convery the news to him. (অ্যাজ সুন অ্যাজ ইউ সি হিম, কনভেই দা নিউজ টু হিম)
  • বাসায় পৌঁছামাত্র আমাকে ফোন করবে। Phone me as soon as you reach home. (ফোন মি অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ হোম)
  • বুদ্ধি খাটাও। Use your intelligence. (ইউজ ইওর ইন্টেলিজেনস)
  • টুকরাটার উপর মাখন মাখাও। Butter the slice. (বাটার দা স্লাইস)
  • সোমবারের মধ্যে ফিরে আসবে। Do return by Monday.(ডু রিটার্ন বাই মান্ডে)
  • নিজের কাজ কর। Mind your own business. (মাইন্ড ইওর ওন বিজনেস)
  • আরাম করে বস। Be seated at ease.(বি সিটেট অ্যাট ইজ)
  • কম খাও বেশী চিবাও। Eat less munch well. (ইট লেস মাঞ্চ ওয়েল)
  • বাসি খাবার খেও না। Don’t eat stale food. (ডোন্ট ইট স্টেল ফুড)
  • এই কু-অভ্যাস ত্যাগ কর। Give up this bad habit. (গিভ আপ দিস ব্যাড হ্যাভিট)
  • মুখ সামলায় কথা বল। Hold your tongue. (হোল্ড ইওর টান্গ)
  • ভেবে চিন্তে বল। Think before you speak.(থিঙ্ক বিফোর ইউ স্পিক)
  • গ্লাসে আর একটু পানি দাও। Pour some more water in to the glass. (পোর সাম মোর ওয়াটার ইন টু দা গ্লাস)
  • ভালো শ্রোতা হও। Be a good listener. (বি আ গুড লিসেনার)
  • মিথ্যা কথা বন্ধ কর। Stop telling lies. (স্টপ টেলিং লাইস)
  • তোমার মুখে ফুল চন্দন পড়ুক। Blessed be your tongue.( ব্লেস্ড বি ইয়র টাং)
  • ঘুষ খাওয়া বন্ধ কর। Stop taking bribe. (স্টপ টেকিং ব্রাইব)
  • দশ টাকার নোট খানা ভাঙাও। Cash this ten-taka note. (ক্যাশ দিস টেন টাকা নোট)
  • ও কথা রেখে দাও। Let that matter drop. (লেট দ্যাট ম্যাটার ড্রপ)
  • সে একটা বোতাম লাগিয়ে নিক। Let her sew up a button. (লেট হার সিউ আপ এ বাটন)
  • আমার সাথে সাথে চলো। Keep pace with me. (কিপ পেইস উইথ মি)
  • সব ব্যবস্থা করে রেখ। Keep everything ready. (কিপ এভ্রিথিং রেডি)
  • যাবে যদি তৈরী হয়ে নাও। Get ready if you want to go. (গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু গো)
  • অহংকারী হবে না। Don’t get egoist. (ডোন্ট গেট এগোইস্ট)
  • কুতর্ক কোরো না। Don’t argue unnecessarily. (ডোন্ট আর্গু আননেসেসারিলি)
  • অত্যাধিক গ্রাম্য ভাষার ব্যরহার কোর না।Avoid too much slang. (অ্যাভোয়েড টু মাচ স্ল্যাং)
  • রং চড়িয়ে কথাবার্তা বলার অভ্যাস পরিত্যাগ কর। Avoid exaggeration. (অ্যাভোয়েড এক্স্যাজেরেশন)
  • বিড় বিড় করে কথা বল না। Don’t mumble. (ডোন্ট মাম্বল)
  • প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হও। Be cheerful and good humored.(বি চিয়ারফুল এ্যান্ড গুড হিউর্মাড)
  • নিষ্ঠাহীন হবে না। Don’t be insincere. (ডোন্ট রি ইনসিনসিয়ার)
  • সব সময় মনে রাখবে ভাল কাজ করার কথা। Always remember to do good deeds. (অলওয়েজ রিমেমবার টু ডু গুড ডিডস)
  • পায়ে পায়ে সবার ভুল ধরার অভ্যাস ত্যাগ কর। Avoid finding faults in others in every step. (অ্যাভোয়েড ফাইন্ডিং ফল্টস ইন আদারস ইন এভ্রি স্টেপ)
  • জ্ঞান পিপাসু হতে শিখ। Learn to be a lover of knowledge. (লার্ন টু বি এ লাভার অফ নলেজ)
  • অবাধ্য হয়ো না। Don’t be impudent. (ডোন্ট বি ইমপুডেন্ট)
  • চল খেলতে যাই। Let’s go to play. (লেটস গো টু প্লেই)
  • কাজটা তাড়াতাড়ি শেষ কর। Do the work quickly. (ডু দা ওয়ার্ক কুইকলি)