For এর ব্যবহার

১। সময়ের আগে ধরে / যাবৎ / ব্যাপিয়া বুঝাইতে for বসে। যেমনঃ It has been raining for two hours.

২। জন্য বুঝাইতে for বসে। যেমনঃ What can I do for you?

৩। সাহায্য অর্থে বুঝাইতে for বসে। যেমনঃ Would you please do it for me?

৪। কারন বুঝাইতে for বসে। যেমনঃ Rajshahi is famous for its mangoes.

৫। সমর্থন বুঝাইতে for বসে। যেমনঃ Are you for the proposal?

৬। মূল্য বুঝাইতে for বসে। যেমনঃI bought this pen for 20 taka.

৭। বিনিময় বুঝাইতে for বসে। যেমনঃ You will get a coupon for every 100 taka you pay.

নিম্নের শব্দ গুলোর পর for বসে।

compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.