গঠন ও কার্যকারিতা ভেদে Preposition-এর শ্রেণি বিন্যাস
- Simple Preposition : এ কটি Word দ্বারা গঠিত Preposition হলো Simple Preposition
যেমন : In, On, by, at, with, ইত্যাদি।
- Double Preposition: দুটি Simple Preposition যুক্ত হয়ে Double Preposition-এর মতো ব্যবহৃত হয়।
যেমন : Within (with+in), into (in+to)
- Compound Preposition : Noun, adjective বা adverb-এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয় তাকে Compound Preposition বলে। এখানে On এর স্থানে a এবং by এর স্থানে b বা be হয়।
যেমন : about (on+by+out), below (by+low)
- Phrase Preposition : দুই বা ততোধিক Preposition (বাWord) একত্রে Phrase Preposition গঠন করে।
যেমন : In front of, In order to , In lieu of ইত্যাদি।
- Participle Preposition : Participle of verb (Present or past) কখনো কখনো Preposition-এর মতো ব্যবহৃত হয়।
যেমন : I saw the people walking past him.
- Disguised Preposition : অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় on, at, of, Preposition-এর পরিবর্তে a বা o ব্যবহৃত হয়। এরূপ a বা o কে Disguised Preposition বলে।
- Special Preposition : Than ও but মূলত Conjunction হলেও কখনো আবার Preposition রূপে ব্যবহৃত হয়। তখন তাদের Special Preposition বলে।
যেমন : I am older than her.
- Verbal Preposition : এই জাতীয় Preposition Verb-এর পূর্বে যুক্ত হয়ে নতুন Verb গঠন করে।
যেমন : Overlook (Over+look), Withdraw (with+draw).