১। অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে।যেমনঃ at Baratengra, at Chashara
২। সময় বুঝাইতে at বসে। যেমনঃ I go to bed at 10 o’ clock.
৩। অবস্থা বুঝাইতে at বসে। যেমনঃ The country is at war now.
৪। হার / গতি বুঝাইতে at বসে। যেমনঃ Iffat was driving the car at 100 kilometers per hour.
৫। দায়িত্ব বুঝাইতে at বসে। যেমনঃ You must repair it at your own cost.
৬। দূরত্ব বুঝাইতে at বসে। যেমনঃ Barguna is at 50 kilometers from here.
৭। বয়স বুঝাইতে at বসে। যেমনঃ He lost his father at 10.
৮। দিক বুঝাইতে at বসে। যেমনঃ He pointed the gun at him.
নিম্নের শব্দ গুলোর পর at বসে।
arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer.