Assertive sentence (বর্ণনামূলক বাক্য)

Assertive sentence নিয়ে প্রথমে আলোচনা করা যাক। যে sentence এ কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে। অর্থাৎ সাধারণভাবে যে সব কথাবার্তা বলা হয় তা Assertive sentence এর অন্তর্গত।

Assertive sentence আবার দুই প্রকার:

Affirmative sentence (হ্যাঁ বোধক)।
Negative sentence (না বোধক)।
 

কয়েকটি Assertive sentence অর্থ সহ দেওয়া হলো।

কিছু Assertive sentence – Affirmative (হ্যাঁ- বোধক)

  • সময় নষ্ট করা দু:খের ব্যাপার To waste time is a pity (টু ওয়েষ্ট টাইম ইজ আ পিটি)
  • আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা My aim is to help you (মাই এইম ইজ্ টু হেল্প ইউ)
  • আমি এটা ভেবে দেখব I’ll think about it.(আয়ল থিংক অ্যাবাউট ইট)
  • সে নিশ্চিত যে কাজটা ঠিক হবে He is certain that the work will be right..(হি ইজ সারটেইন দ্যাট ওয়ার্ক উইল বি রাইট)
  • তোমার এটা করা উচিত You should do this.(ইউ সুড ডু দিজ)
  • আমি তাকে বিশ্বাস করি I believe him (আই বিলিভ হিম)
  • শীঘ্রই নয়টা বাজবে It’ll soon be nine (ইটল সুন বি নাইন)
  • আমি আমার সাথে আমার বইটি এনেছি I bought my book with me (আই বট মাই বুক উইথ মি)
  • আজ বাহিরে যাবো I will go out today. (আই উইল গো আউট টুডেই)
  • এই দোকানিটি আমার একজন পুরানো বন্ধু This shopkeeper is an old friend of mine. (দিস শপকিপার ইজ এ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন)১১. আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত I think I should go there (আই থিংক আই সুড গো দেয়ার)
  • আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত I think I should go there (আই থিংক আই সুড গো দেয়ার)
  • সে ভাল গান গেতে পারে She can sing well (শি ক্যান সিং ওয়েল)
  • মেয়েটি খুব বুদ্ধিমান The girl is very intelligent(দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট)
  • আমি ভাত খেতে পছন্দ করি I like to eat rice (আই লাইক টু ইট রাইস)
    • এটা করা উচিত বলে আমি মনে করি না I don’t think it is right to do this (আই ডোন্ট থিংক ইট ইজ রাইট টু ডু দিস)
    • তুমি আর এখানে আসবা না You won’t come here anymore (ইউ ওন্ট কাম হেয়ার এনিমোর)
    • সে রান্না করতে জানে না He doesn’t know how to cook (হি ডাজেন্ট নোউ হাউ টু কুক)
    • তুমি মনে হচ্ছে খুশি হও নি You don’t seem to be happy (ইউ ডোন্ট সিম টু বি হ্যাপি)
    • আমি এটা তাকে করতে দেব না I won’t allow them to do this (আই ওন্ট অ্যালাও দেম টু ডু দিস্)
    • আমি তাকে বিশ্বাস করিনি I didn’t trust him (আই ডিডেন্ট ট্রাষ্ট হিম)
    • আমি তাকে চিনি না I don’t know him (আই ডোন্ট নোউ হিম)
    • বাঘেরা সকালে বের হয় না The tigers don’t come out in the morning (দ্য টাইগার্স ডোন্ট কাম আউট হন দ্য মর্নিং)
    • ছবিটা সুন্দর না The Picture isn’t pretty (দ্য পিকচার ইজনট প্রিটি)
    • যন্ত্রটা চলছে না The machine is not working (দ্য মেশিন ইজ্ নট ওয়ার্কিং)
    • আমি কোনমতেই সেখানে যাব না There is no way I’ll go there (দেয়ার ইজ নো ওয়েই আয়ল গো দেয়ার)
    • কোন কিছুই আমার মত পাল্টাতে পারবে না Nothing can’t change my decision (নাথিং ক্যান চেঞ্জ মাই ডিসিশান)
    • সে কথাটা বলেনি He didn’t say the word(হি ডিডেন্ট সেই দ্য ওয়ার্ড)
    • তার নিজের উপর আস্থা নেই He doesn’t have confidence on himself(হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেল্ফ)
    • আমি জানতাম না কথাটা I didn’t know the word (আই ডিডেন্ট নো দ্য ওয়ার্ড)
    • আমি চা খাই না I don’t drink tea (আই ডোন্ট ড্রিংক টি)
    • সে আর ফিরে আসবে না She won’t come back again(সি ওন্ট কাম ব্যাক এগেইন)
    • তার কাছে খাতাটা নেই He doesn’t have the copy (হি ডাজেন্ট হ্যাভ দ্য কপি)
    • তুমি আজ স্কুলে যাও নি You didn’t go to school today (ইউ ডিজেন্ট গো টু স্কুল টুডেই)
    • সে খেলতে চায় না She doesn’t want to play (শি ডাজেন্ট ওয়ান্ট টু পেই)
    • মিথ্যা বলা ভাল না It is not good to tell a lie (ইট ইজ নট গুড টু টেল এ লাই)
    • সে এরকম হতেই পারে না He can’t be like this (হি ক্যান্ট বি লাইক দিস)
    • কিভাবে যে শুরু করব ভেবে পাচ্ছি না I can’t think of how to start (আই ক্যান্ট থিংক অফ হাউ টু ষ্টার্ট)
    • সে ঘোড়ায় চড়বে না He won’t ride a horse (হি ওন্ট রাইড আ হর্স)