সেনাবাহিনী প্রশ্ন

১.ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মেজর আতাউল গনি ওসমানী।
২.মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি দেয়া হয়?
উত্তর: ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে।
৩.বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কী?
উত্তর: জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী।
8.জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লা।
৫.ময়নামতি সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর: খুলনায়।
৬.বাংলাদেশের সেনাবাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেলের নাম কী?
উত্তর: জেনারেল এমএজি ওসমানী।
৭.বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে?
উত্তর: ঢাকা, সাভার, মিরপুর (ঢাকা), রাজেন্দ্রপুর (গাজীপুর), বগুড়া, রাজশাহী, কাদিরাবাদ (নাটোর), শহিদ সালাহউদ্দিন (ঘাটাইল/টাঙ্গাইল), ময়মনসিংহ, কুমিল্লা, জালালাবাদ (সিলেট), চট্টগ্রাম, যশোর, জাহানাবাদ (খুলনা), রংপুর, সৈয়দপুর (নীলফামারী), খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
৮.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কতটি ফোর্স গঠন করা হয়েছিল এবং কী কী?
উত্তর:৩টি (Z-ফোর্স; S-ফোর্স; K-ফোর্স)।
৯.মুক্তিযুদ্ধের সময় Z-ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তর: লেফটেন্যান্ট কর্ণেল জিয়াউর রহমান।
১০.মুক্তিযুদ্ধের সময় S-ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তর: লেফটেন্যান্ট কর্ণেল কে এম শফিউল্লাহ।
১১.মুক্তিযুদ্ধের সময় K-ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তর: লেফটেন্যান্ট কর্ণেল খালেদ মোশারফ।
১২.মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ পদকে ভূষিত করা হয়?
উত্তর: সাত জন।
১৩.সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহিদ হন কে এবং কবে?
উত্তর: বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল; ৮ এপ্রিল, ১৯৭১।
১৪.বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবি কী ছিল?
উত্তর: ৮নং সেক্টরে; পদবি সিপাহী।
১৫.বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ কবে শহিদ হন?
উত্তর: ২০ এপ্রিল, ১৯৭১।
১৬.’বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবি কী ছিল?
উত্তর: ১নং সেক্টরে; পদবি ল্যান্স নায়েক।
১৭.বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে শহিদ হন?
উত্তর: ৫ সেপ্টেম্বর, ১৯৭১।
১৮.বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবি কী ছিল?
উত্তর: ৮নং সেক্টরে; পদবি ল্যান্স নায়েক।
১৯.বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবি কী ছিল?
উত্তর: ৪নং সেক্টরে; পদবি সিপাহী।
২০.কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
২১.বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কোথায়?
উত্তর: কবর নেই। তাঁর পুড়ে যাওয়া মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল।