পুলিশ প্রশ্ন

১. বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:-ঢাকার গুলিস্তানে।
২. Police’ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর:-পর্তুগিজ।
৩. POLICE শব্দটির পূর্ণরূপ কী?
উত্তর:-P=Polite 0=Obedient L=Loyal I=Intelligent C=Courageous E=efficient
৪. বাংলাদেশ পুলিশের মূলনীতি কী?
উত্তর:-শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি।
৫. বাংলাদেশ পুলিশের মনো গ্রাম কী ?
উত্তর:-একপাশে ধানের শীষ, একপাশে গমের শীষবেষ্টিত মাঝখানে নৌকা এবং উপরে শাপলা।
৬. বাংলাদেশে প্রথম নারী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
উত্তর:-২১ জুন ২০১১ সালে।
৭. হাইওয়ে পুলিশ ইউনিট উদ্বোধন করা হয় কবে?
উত্তর:-১১ জুন, ২০০৫ সালে।
৮. সম্প্রতি ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে?
উত্তর:-১৬ আগষ্ট, ২০০৯।
৯. শিল্প অঞ্চল পুলিশ এর যাত্রা বা কার্যক্রম কবে?
উত্তর:-৩১ অক্টোবর ২০১০ সালে।
১০. বাংলাদেশ পৌর পুলিশ গঠন করা হয় কবে?
উত্তর:-১৬ অক্টোবর ২০১১।
১১. কবে থেকে বাংলাদেশ ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়?
উত্তর:-১৭ ফেব্রুয়ারি, ২০০৯।
১২. পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র পদ মর্যাদা কি?
উত্তর:-সিনিয়র সচিব পদ মর্যাদা।
১৩. সম্প্রতি বাংলাদেশ স্পেশাল উইমেন পুলিশ কনটিনজেন্ট (ঝডচঈ) চালু হয় কবে?
উত্তর:-২১ নভেম্বর, ২০০৮।
১৪. পুলিশের জন্য নতুন পোশাক কবে থেকে চালু করা হয়?
উত্তর:-১০ জানুয়ারি, ২০০৪।
১৫. বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াড়কে কি নামে ডাকা হয়?
উত্তর:-কে-নাইন।
১৬. বাংলাদেশে পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা?
উত্তর:-১৮৬১ সালে প্রণীত রেগুলেশন।
১৭. বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর:-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তর:-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তর:-আইজিপি (ইনসপেক্টর জেনারেল অব পুলিশ)।
১৯. পুলিশের বর্তমান আইজিপি কে?
উত্তর:-ড. জাবেদ পাটোয়ারী।
২০. বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন?
উত্তর:-এম এ খালেদ।
২১. বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয়?
উত্তর:-১৯৭৬ সালে।
২২. বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কী কী?
উত্তর:-রেঞ্জ, জেলা, সার্কেল ও থানা।
২৪. রেল পুলিশকে সাধারণভাবে কী বলা হয়?
উত্তর:-জিআরপি।
২৪. রেল পুলিশকে সাধারণভাবে কী বলা হয়?
উত্তর:-জিআরপি।
২৫. বাংলাদেশ কয়টি জিআরপি জেলায় বিভক্ত ও কী কী?
উত্তর:-৩ টি। যথা: চট্টগ্রাম -সৈয়দপুর এবং নবাগত ঢাকা।
২৬. পুলিশ জেলা কী ?
উত্তর:-কয়েকটি পুলিশ সাকেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়।
২৭. বাংলাদেশে মহিলা পুলিশ নিয়ােগ কবে থেকে চালু হয়?
উত্তর:-১৯৭৪ সাল থেকে।
২৮. বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত?
উত্তর:-রাজশাহী জেলার চারঘাট থানার সারদায়।
২৯. বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় অবস্থিত?
উত্তর:-২০০০ সালে, ঢাকার মিরপুরে।
৩০. উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমী চালু হয়?
উত্তর:-লর্ড হার্ডিঞ্জ।
৩১. পুলিশ বাহিনীর কী কী পুরষ্কার রয়েছে?
উত্তর:-বীরত্ব পুরস্কার ও জিএস মার্ক।
৩২. বীরত্ব পুরস্কার কয়টি ও কী কী ?
উত্তর:-৩ টি।যথা: বাংলাদেশ পুলিশ মেডেল,প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজি বেস্ট মেডেল।
৩৩. সারদা পুলিশ একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-১৯১২ সালে।
৩৪. সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:-পদ্মা।
৩৫. সারদা পুলিশ একাডেমীর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:-মেজর চেসলি।
৩৬. আর্মড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট পাস হয় কবে?
উত্তর:-১৯৭৯ সালে।
৩৭. সারদা পুলিশ একাডেমীর প্রথম দেশীয় অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:-খান বাহাদুর এস এ খান।
৩৮. পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল আছে?
উত্তর:-৪ টি (খুলনা, রংপুর, নোয়াখালী ও টাঙ্গাইল)।
৩৯. বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কী?
উত্তর:-ডিটেকটিভ।
৪০. ‘ডিটেকটিভ’ প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তর:-১৯৬০ সালে।
৪১. খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়?
উত্তর:-১৯৮৫ সালে।
৪২. রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়?
উত্তর:-১৯৯২ সালের ১ জুলাই।
৪৩. পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র রেংক কে থ্রি স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল এর সমান পদ মর্যাদা দেয় হয় কবে?
উত্তর:-০৯ জানুয়ারি ২০১২ সাল।
৪৪. ঢাকা মহানগরীতে কবে মেট্রোপলিটন পুলিশ চালু হয়?
উত্তর:-১৯৮৫ সালে।
৪৫. মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কী বলা হয়?
উত্তর:-পুলিশ কমিশনার।
৪৬. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তর:-১৯৭৮ সালে।
৪৭. সব মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়?
উত্তর:-১৯৯৩ সালের, ১৫ এপ্রিল।
৪৮. বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর:-রাজারবাগ, ঢাকা।
৪৯. বাংলাদেশ পুলিশ একাডেমীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডারের নাম কী?
উত্তর:-এলিজা শারমিন।
৫০. পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?
উত্তর:-শামসুন্নাহার (২৬ জানুয়ারি ২০১৬)।
৫১. রাজারবাগ পুলিশ লাইনের স্মতিসৌধটি কী উদ্দেশ্য নিমিত হয়?
উত্তর:-১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাক বাহিনীর আক্রমণে নিহিত পুলিশদের স্মতি রক্ষাথে ।
৫২. কোন পুলিশ কর্মকর্তা পাক আমলে প্রাদেশিক গভর্নর নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:-জাকির হোসেন।
৫৩. পুলিশের ৫টি পদ গ্রেড-১ ভুক্ত (সচিব পদমর্যাদা) পরিদর্শক (ইন্সপেক্টর পদ প্রথম শ্রেণী ও উপ-পরিদর্শক (এসআই) পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয় কবে?
উত্তর:-০৩জানুয়ারি, ২০১২ সালে।