নৌবাহিনী ভাইভা পরীক্ষা

প্রার্থী: আসসালামু আলাইকুম

সভাপতি: ওয়ালাইকুমুস সালাম, বসুন।

১.আপনার নাম মোঃ জাকিরুল ইসলাম?

উত্তর: জি, স্যার।

২.ফ্লোটিলা কী?

উত্তর: একটি কমান্ডের কিছু জাহাজ।

৩.বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কী?

উত্তর: ‘শান্তিতে, সংগ্রামে, সমুদ্রে দুর্জয়’।

৪.বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কী?

উত্তর: ‘বিএনএস পদ্মা’।

৫.’অপারেশন চ্যানেল রেহডার্স’ এবং ‘অপারেশন বেস্ট্রিপ’ কী?

উত্তর: নৌবাহিনীর চোরাচালান বিরোধী অভিযান।

৬.বাংলাদেশ নৌবাহিনী কোন দুটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে?

উত্তর: বিএনএস পদ্মা ও বিএনএস পলাশ।

৭.দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ কোন দেশ চ্যাম্পিয়ন হয়?

উত্তর: ইংল্যান্ড।

৮.ত্রয়োদশ বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হবে?

উত্তর: ২০২৩ সালে।

৯.বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রেলরুট কোনটি?

উত্তর: ঢাকা-পঞ্চগড়; ৬৩৯ কিলোমিটার।

১০.নৌবাহিনী দিবস কবে পালিত হয়?

উত্তর: ২৬ মার্চ।

১১.দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের

পুরস্কার কে লাভ করে?

উত্তর: বেন স্টোকস (ইংল্যান্ড)।

১২.দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী?

উত্তর: এম ভি বাঙালি।

১৩.বাংলাদেশের সংবিধান কতটি ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর: ১১টি।

১৪.অভিনেতা তারেক মাহমুদ কর্তৃক ২৮জন ভাষা সৈনিককে নিয়ে

নির্মিত তথ্য চিত্রের নাম কী?

উত্তর: একুশের যাত্রী।

১৫.বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন।

১৬.ICC World T20-এর বর্তমান অফিসিয়াল নাম কী?

উত্তর: ICC T20 World Cup.

১৭.বঙ্গবন্ধু T-20 (১৮ ডিসেম্বর ২০২০) কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?

উত্তর : মোস্তাফিজুর রহমান।

১৮.বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুস্বাক্ষর দলিল কবে বিনিময় হয়?

উত্তর: ৬ জুন ২০১৫।

১৯.সম্প্রতি চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন পতেঙ্গায় নির্মিতব্য ‘মিনি’ বন্দরের নাম কী?

উত্তর: বে-টার্মিনাল।

২০.”বঙ্গবন্ধু স্যাটেলাট-১” কবে, কখন উৎক্ষেপণ করা হয়?

উত্তর: ১১ মে ২০১৮ উৎক্ষেপণ করা হয়।