নৌবাহিনী প্রশ্ন

১.বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর:- ৯ নভেম্বর ১৯৭১ সালে।
২. বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কী ?
উত্তর:- কাছিবেষ্টিত নোঙর ও এর ওপরশাপলা।
৩. বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি ?
উত্তর:- শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়।
৪. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর:- চট্টগ্রামের পতেঙ্গা।
৫. বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর:-জলদিয়া, চট্টগ্রাম।
৬. বাংলাদেশ নৌবাহিনীর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- বনানী, ঢাকা।
৭.বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের পদবি কি?
উত্তর:- চিফ অব নেভি স্টাফ।
৮. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান কে ?
উত্তর:- ক্যাপ্টেন নুরুল হক।
৯. বাংলাদেশের নৌবাহিনীর প্রথম এডমিরাল কে?
উত্তর:- মুহম্মদ ফরিদ হাবিব।
১০. বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- ঢাকায়।
১১. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কী ?
উত্তর:- বিএনএস পদ্মা।
১২. বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে ?
উত্তর:- মোহাম্মদ রুহুল আমিন।
১৩. বাংলাদেশের নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিযয়োগ দেয়া হয় কবে?
উত্তর:- ১২ জানুয়ারি ২০০০সালে।
১৪. বাংলাদেশ নৌবাহিনীরশাখা কয়টি ?
উত্তর:- ৬টি।
১৫. বানৌজা শের-ই-বাংলা নৌ-ঘাঁটি কোথায়?
উত্তর:- টিয়াখালী বারনাবদ চ্যানেল সংলগ্ন।।
১৬. নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটি?
উত্তর:- বিএনএস ওসমান।
১৭. বাংলাদেশ নৌবাহিনী কবে সি-৮০২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়?
উত্তর:- ১২ মে ২০০৮ সালে।
১৮. অপারেশন চ্যানেল রেইডার্স এবং অপারেশন বে-স্ট্রিপ’ কি?
উত্তর:- নৌবাহিনীর চোরাচালান বিরােধী অভিযান।
১৯. বাংলাদেশের নৌ-স্কাউটস কবে গঠিত হয়?
উত্তর:- ২১ এপ্রিল ১৯৭৬।
২০. খুলনা শিপইয়ার্ড নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তর:- ১৯৫৪ সালে।
২১. খুলনা শিপইয়ার্ড কবে শিল্প মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন করা হয়?
উত্তর:- ১৯৯৯ সালে।
২২. খুলনা শিপইয়ার্ড বর্তমানে পরিচালনা করে কোন সংস্থা?
উত্তর:- বাংলাদেশ নৌবাহিনী।
২৩. নৌ পরিক্রমাকি ?
উত্তর:- বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পত্রিকা।